সংবাদদাতা, নন্দীগ্রাম : আজ রবিবার থেকে নন্দীগ্রামে জনসংযোগের জন্য গ্রামে গ্রামে চাটাই পেতে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বৈঠকে পর্যায়ক্রমে রাজ্যের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন। এই চাটাই পেতে বৈঠকের দায়িত্বে রয়েছেন নন্দীগ্রাম ব্লক ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম ২-এর অরুণাভ ভুঁইয়া। বিজেপির আর্থিক বঞ্চনার বিরুদ্ধে গ্রাম্য মানুষকে সচেতন করা হবে। কীভাবে কেন্দ্র টাকা দিচ্ছে না তার পরিসংখ্যানও তুলে ধরা হবে ওই বৈঠকে।
আরও পড়ুন-প্রাক্তন নৌ-কর্মী খুনে গ্রেফতার হল স্ত্রী ও ছেলে
এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পে সুবিধা কীভাবে পাবেন তাও তুলে ধরা হবে। এছাড়া কোথাও কোনও সমস্যা আছে কি না তা দেখে সমাধান করবেন নেতৃত্ব। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ইতিমধ্যেই বিজেপিতে ভাঙন ধরেছে। অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার এই কেন্দ্র তথা রাজ্যের বাম আমলের পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী ও প্রতিষ্ঠা দেওয়ার জন্য নিবিড় জনসংযোগের বিশেষ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার মঞ্চ বেঁধে বড় জনসভা, চার রাস্তার মোড়ে পথসভার পাশাপাশি একেবারে গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে উঠোনে বসে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের নেতারা। শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা। উপলক্ষ শুধুমাত্র পঞ্চায়েত ভোট নয়, এই কর্মসূচি চলবে লাগাতার। বিধানসভা ও পুরসভার ভোটে বিপুল সাফল্যের ধারা পঞ্চায়েতেও অক্ষুণ্ণ রাখতে চায় তৃণমূল শিবির। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মেগা সভার আগে প্রস্তুতি হিসেবে সারা জেলা জুড়ে এখন চলছে মিটিং, মিছিল, কর্মিসভা।
আরও পড়ুন-বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিলেন বিডিও
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বার্তা দিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার। আর এই পরিসরে তৃণমূলের আতশকাচের তলায় রয়েছে নন্দীগ্রাম। ফলে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত দলের মুখপাত্র কুণাল ঘোষ, সম্প্রতি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে জিতে তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে, নন্দীগ্রামবাসীরা বাংলার মেয়েকেই চায়। নন্দীগ্রাম জিতলে প্রমাণ হয়ে যাবে, বিরোধী শিবির এখানে লোডশেডিং করে জিতেছে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…