আজ পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর পদযাত্রা, গোপীবল্লভপুরে অভিষেকের সভা

এবারেও প্রায় ৩ কিলোমিটার পথ হাঁটবেন তিনি। শহরের হাসপাতাল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে‌ শেষ হবে ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে হবে পথসভাও।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : আজ, রবিবাসরীয় প্রচারে শহরে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবরুদ্ধ হবে না শহর। শুধু জনজোয়ারের নতুন রেকর্ড তৈরি করবে। আজ দুপুর দুটো থেকে পুরুলিয়া শহরে মুখ্যমন্ত্রীর পদযাত্রা। যত গরমই হোক, তিনি যে হাঁটেন তা আগেও দেখেছে শহর। এবারেও প্রায় ৩ কিলোমিটার পথ হাঁটবেন তিনি। শহরের হাসপাতাল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে‌ শেষ হবে ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে হবে পথসভাও।

আরও পড়ুন-রাজস্থান ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে বরুণ-রিঙ্কুরা

জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় শামিল হতে জেলার বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ আসছেন শহরে। এই গরমে তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখবেন কর্মীরা। সেজন্য প্রস্তুতি সারা। পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন, ‍‘‍‘মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের জন্য যা করেছেন, তা মনে রেখেছেন মানুষ। তাই তিনি এলেই ভিড় উপচে পড়ে।’’ মুখ্যমন্ত্রীর পদযাত্রা সফল করতে দলের জেলা নেতৃত্ব শুক্রবারেও বৈঠক করেন। সেখানে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, পুরুলিয়া লোকসভা আসনের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক তন্ময় ঘোষ, মন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া-সহ জেলার নেতানেত্রীরা। শনিবার পুরোদস্তুর ময়দানে নেমে পড়ে দল। হোর্ডিং, পোস্টার, ব্যানারে পুরুলিয়া জুড়ে শুধুই তৃণমূল। মানুষের উৎসাহ দেখে জয় নিশ্চিত বুঝে গিয়েছে দলও।

Latest article