রাজস্থান ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে বরুণ-রিঙ্কুরা

দুটো দলই অবশ্য অনেক আগে প্লে অফে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে। পয়েন্ট টেবলে প্রথম দুটি স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান।

Must read

গুয়াহাটি, ১৮ মে : বর্ষাপাড়ার রবিবারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করতে পারে এই খবর। যেহেতু আইপিএলের শেষ পর্বে এসে বৃষ্টি খুব ঝামেলা পাকাচ্ছে। ইতিমধ্যেই গুজরাট টাইট্যান্সের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কয়েটি ম্যাচে ওভার কমেছে।
অদ্ভুত এক পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস ১৭তম আইপিএলের ৭০তম ম্যাচে মুখোমুখি হচ্ছে। কেকেআর টানা চার ম্যাচ জিতে বর্ষাপাড়ায় খেলতে নামছে। রাজস্থান আবার টানা চার ম্যাচ হেরে এই ম্যাচে খেলবে।

আরও পড়ুন-দুইয়েই চোখ সানরাইজার্সের, ঘরের মাঠে পাঞ্জাব কিংস ম্যাচ

দুটো দলই অবশ্য অনেক আগে প্লে অফে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে। পয়েন্ট টেবলে প্রথম দুটি স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান। তবে রাজস্থানের জন্য গুয়াহাটির এই ম্যাচ জেতা খুব জরুরি। তাহলে তারা আমেদাবাদে কোয়ালিফায়ার ১-এ খেলতে পারবে। সেটাও কেকেআরের বিরুদ্ধেই।
এই ম্যাচে নামার আগে কেকেআর ক্রিকেটাররা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন। চন্দ্রকান্ত পণ্ডিত, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী-সহ অনেককেই দেখা গেল মন্দিরে। নাইটদের তরফে গুয়াহাটি পৌঁছে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ঘরের মতোই অনুভূতি। গুয়াহাটি তোমাকে দেখে সবসময় খুব ভাল লাগে। নাইটদের জন্য সমস্যা এটাই যে, তারা এই ম্যাচে ফিল সল্টকে পাচ্ছে না। তিনি বিশ্বকাপ ডিউটিতে দেশে ফিরে গিয়েছেন। সল্টের জায়গায় ইনিংসের শুরুতে আসবেন আফগান ক্রিকেটার গুরবাজ। উইকেটের পিছনেও তাঁকেই দাঁড়াতে দেখা যাবে বলে খবর। সল্ট ছাড়া কেকেআর সেই আগের দলকেই খেলাবে। নীতীশ রানা চোট সারিয়ে দলে ফেরায় মিডল অর্ডারের শক্তি বেড়েছে। ভেঙ্কটেশ, রিঙ্কু রানে থাকলেও চিন্তা শ্রেয়স আইয়ারকে নিয়ে। তিনি রান পাচ্ছেন না। কিন্তু প্লে অফে বড় রানের জন্য শ্রেয়সের ব্যাটেও রান দরকার হবে।

আরও পড়ুন-জারিনের সোনা

সল্ট-বিহীন নারিন ইনিংসের শুরুতে কেমন করেন, সেটা অবশ্য দেখার বিষয়। নারিন এবার বল হাতে যা করেছেন, তার থেকেও বেশি নজর কেড়েছেন বাইশ গজে নেমে। তবে বোলিংয়ে নারিন-বরুণ জুটি রাজস্থানের চাপ বাড়াবে। এছাড়া স্টার্ক, হর্ষিত, বৈভবও ভাল ছন্দে রয়েছেন। ইডেনে কেকেআরের হোম ম্যাচে যিনি রাজস্থানকে অলৌকিক জয়ের সন্ধান দিয়েছিলেন সেই জস বাটলার রবিবারের ম্যাচে নেই। তাঁকেও সল্টের মতো বিশ্বকাপ ডিউটিতে যেতে হয়েছে। বাটলার ইংল্যান্ডের টি-২০ অধিনায়ক। তাঁর না থাকাটা বড় চাপ সঞ্জু স্যামসনের দলের জন্য।
ইডেনে কেকেআরের হোম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল রাজস্থান। নাইটরা এখানে চেষ্টা করবে পাল্টা ম্যাচ জেতার। সঞ্জু নিজে রানের মধ্যে রয়েছেন। যশস্বী কখনও, রান পাচ্ছেন, কখনও ব্যর্থ হচ্ছেন। তবে রাজস্থানের বোলিং বেশ আঁটোসাঁটো। চাহাল-অশ্বিন এখানকার স্লো উইকেটে বিপদ তৈরি করতে পারেন। তাছাড়া বর্ষাপাড়ার উইকেটে আগের দিন তেমন রান ওঠেনি। এটাও চাপের কারণ দুটো দলের জন্য। তবে গ্যালারি হয়তো রাজস্থানের দিকেই তাকবে। সেটা স্থানীয় ছেলে রিয়ান পরাগের জন্য।

Latest article