জারিনের সোনা

প্রথমবার অলিম্পিক পদক জয়ের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এদিকে, জারিন ছাড়াও আরেক ভারতীয় বক্সার মীনাক্ষীও সোনা জিতেছেন

Must read

আস্থানা, ১৮ মে : কাজাখস্তানের রাজধানী আস্থানায় আয়োজিত ইলোর্দা কাপে সোনা (gold) জিতলেন নিখাত জারিন (Zarine)। শনিবার মেয়েদের ৫২ কেজি বিভাগের ফাইনালে কাজাখ প্রতিদ্বন্দ্বী জাজিরা উরাকবায়েভকে ৫-০ পয়েন্টে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জারিন। চলতি বছরেই রয়েছে প্যারিস অলিম্পিক। তার আগে দারুণ ফর্মে জারিন।

আরও পড়ুন-দুইয়েই চোখ সানরাইজার্সের, ঘরের মাঠে পাঞ্জাব কিংস ম্যাচ

প্রথমবার অলিম্পিক পদক জয়ের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এদিকে, জারিন ছাড়াও আরেক ভারতীয় বক্সার মীনাক্ষীও সোনা জিতেছেন। ৪৮ কেজি বিভাগের ফাইনালে মীনাক্ষী ৪-১ পয়েন্টে হারিয়েছেন প্রতিপক্ষ উজবেকিস্তানের রহমনোভা সাইদাহনকে। এই টুর্নামেন্টে দু’টি সোনা এবং দু’টি রুপো-সহ মোট ১২টি পদক জিতেছেন ভারতীয় বক্সাররা।

Latest article