সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা বাগানের শ্রমিকদের নিয়ে ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের সরকারের হাত ধরেই স্বস্তির মুখ দেখেছেন চা শ্রমিকরা। আগামী ১ জানুয়ারির মধ্যে রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য ঘোষণা করতে চলেছে ন্যূনতম মজুরি।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে সতপালের বাড়িতে গেলেন গৌতম দেব
এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রতি আলিপুরদুয়ারে এসে বাগান মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে গিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এবার সেই ন্যূনতম মজুরি যাতে মালিক পক্ষের কোনও আপত্তি বা বাধা ছাড়াই দ্রুত ঘোষণা ও লাগু হয় সেই নিয়েই আগামী ১০ ও ১১ ডিসেম্বর জেলার সবক’টি চা বাগানে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ডাকে হবে গেট মিটিং। পাশাপাশি কেন্দ্রের নতুন কালা লেবার কোডের বিরুদ্ধে ওই আন্দোলনে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-শিল্প–কর্মসংস্থানে জোর মুখ্যমন্ত্রীর
কারণ শ্রমিক বিরোধী ওই লেবার কোড এই রাজ্যে লাগু হলে শ্রমিক-স্বার্থ বিঘ্নিত হবে বলে মনে করছে শ্রমিক মহল। ওই লেবার কোড শ্রমিকদের নানা সুবিধা যেমন কেড়ে নেবে, তেমনই দৈনিক কাজের সময়ও বাড়িয়ে দেবে বেশ কয়েক ঘণ্টা।
সমস্যা সৃষ্টি করবে শ্রমিকদের প্রাপ্য বোনাসের ক্ষেত্রেও। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এবিষয়ে সরব হয়েছে আইএনটিটিইউসি। তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, ‘‘আমরা চা শ্রমিকদের স্বার্থে লড়ব। কেন্দ্রের কালা আইন চালু হতে দেব না।’’