সংবাদদাতা, পুরুলিয়া : পঞ্চায়েত নির্বাচনের আগেই যাতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিস্তরে গৃহীত প্রকল্পগুলির কাজ শেষ করা যায়, সেজন্য মহকুমাভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করে দিল পুরুলিয়া জেলা প্রশাসন। পাশে থাকছে তৃণমূল কংগ্রেসও। ইতিমধ্যে রঘুনাথপুর মহকুমা এলাকার ছ’টি ব্লককে নিয়ে বৈঠক হয়ে গিয়েছে। এবার বৈঠক হবে পুরুলিয়া, মানবাজার ও ঝালদা মহকুমা এলাকায়।
আরও পড়ুন-রেলের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের গণ-অবস্থান
বৈঠকে ডাকা হচ্ছে না পুরসভাগুলিকে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া বলেন, আমরা কাজের ক্ষেত্রে সকলকে সঙ্গে চাই। পর্যালোচনা বৈঠকে থাকছে বিরোধী পঞ্চায়েতগুলিও। মানুষের জন্য কাজে কোথাও খামতি রাখা যাবে না।
জেলাশাসক রজত নন্দা জানিয়েছেন, বর্ষা এখনও ঠিকমতো হয়নি। মানুষের সমস্যা তাই বাড়তে পারে। তাই জোর দেওয়া হচ্ছে পানীয় জল, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, আবাস যোজনার বাড়ি, গ্রামীণ কর্মসংস্থানের উপর। লক্ষ্মীর ভাণ্ডার-সহ সামাজিক প্রকল্পগুলির সুযোগ সকলে পাচ্ছেন কি না, তাও খোঁজ নেওয়া হচ্ছে। পঞ্চায়েতগুলি দ্রুত কাজ করলে বকেয়া কাজ ভোটের আগেই শেষ হয়ে যাবে।
সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে পুরুলিয়ায় সব গ্রামে নলবাহিত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করছেন। সেই কাজ ঠিকমতো চলছে কি না পর্যালোচনা বৈঠকে তাও দেখা হচ্ছে। লক্ষ্য, সার্বিক উন্নয়ন।