স্বনির্ভর গোষ্ঠীর টাকা চুরি, তদন্তে সিআইডি

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সই জাল করে সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি।

Must read

সংবাদদাতা, কাটোয়া : স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সই জাল করে সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। কাটোয়া ১ নং ব্লকের আলমপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ পেয়েই পুলিশ ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ২ ‘মোটিভেটর’ বরমপুর গ্রামের বকুল চক্রবর্তী ও চুমকি সাহা এবং বিডিও অফিসের কর্মী আজিবুল শেখকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন-পঞ্চায়েতের গৃহীত প্রকল্প দ্রুত শেষ করতে বৈঠক

সিআইডি-র দুই আধিকারিক আলমপুর গ্রামে গিয়ে অভিযোগকারী ‘প্রতিভা সঞ্চয় দল’ গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করেন। কাটোয়া থানার সংশ্লিষ্ট তদন্তকারী অফিসারের সঙ্গেও কথা বলেন। ‘প্রতিভা সঞ্চয়’ গোষ্ঠীর নেত্রী রেখা ঘোষ বলেন, ‘সিআইডি-র অফিসাররা প্রতারিত মহিলাদের সঙ্গে কথা বলেছেন। আমরা সবাই চাই যারা গরিব মহিলাদের টাকা আত্মসাতের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

Latest article