আজ মেগা বৈঠকে নবান্নে মুখ্যমন্ত্রী

নবান্ন সভাঘরে রাজ্য স্তরের ওই পর্যালোচনা বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, শীর্ষ আমলা ও পদস্থ কর্তাদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে রাজ্য স্তরের ওই পর্যালোচনা বৈঠকে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, শীর্ষ আমলা ও পদস্থ কর্তাদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই বৈঠকে জেলা আধিকারিকরাও ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির হিসেব নেওয়ার পাশাপাশি শতাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন। ওই বৈঠক থেকে তিনি ১,১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত পূর্তদফতরের সেতু, রাস্তা-সহ ১০৯টি প্রকল্পের উদ্বোধন করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিকাঠামোগুলি গড়ে উঠেছে। আবার, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের অধীনে নির্মিত কিছু গ্রামীণ রাস্তারও তিনি উদ্বোধন করতে পারেন।

আরও পড়ুন-‘এবার আর ধর্মের ভিত্তিতে ভোট নয়’ BSF-নিশীথকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১০৯টি প্রকল্পের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। যেগুলি সম্পূর্ণরূপে রাজ্যের টাকায় তৈরি হয়েছে। জানা গিয়েছে, বাঁকুড়ার সেতুঘাটের নতুন সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। চন্দ্রকোনা-ঘাটালের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ১৪ কোটি টাকায় নির্মিত হয়েছে কেটিয়া সেতু। আবার, ঝাড়গ্রাম জেলার দেব নদীর উপর সেতু তৈরিতে খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই সেতুগুলির উদ্বোধন করবেন। আবার পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে নির্মিত মোট প্রায় চার হাজার কিমি দীর্ঘ রাস্তারও উদ্বোধন হতে পারে এদিন। রাজ্যে প্রায় তিন হাজার কোটি টাকায় ১২ হাজার কিমি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ২৮ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে এগুলির শিল্যানাস করেন। একমাসের মধ্যেই লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করা হয়েছে।

Latest article