অভিন্ন দেওয়ানি বিধি আপত্তি বিজেপি শরিকের

Must read

প্রতিবেদন: অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা এবার এনডিএ-র অন্দরেই। মেঘালয়ের শাসক দল তথা বিজেপির শরিক ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি-র প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (CM Sangma- Uniform Civil Code) সাফ জানালেন, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থনের প্রশ্নই ওঠে না। কারণ অভিন্ন দেওয়ানি বিধি ভারতীয় যুক্তরাষ্ট্রের বহুত্ববাদী আদর্শের পরিপন্থী। উত্তর-পূর্বের মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগ করা না হলে আমরা এর বিরোধিতা করব। কনরাড আরও বলেন, বৈচিত্রই যেখানে ভারতের ঐক্য সেখানে কীভাবে অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করা সম্ভব? সাংমা শুধু মেঘালয় নয়, গোটা উত্তর-পূর্বের হয়েই অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সওয়াল করেছেন। অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাংমা (CM Sangma- Uniform Civil Code) স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের বিরোধিতা করলেন। বলা যায়, মোদির বক্তব্য উড়িয়ে দিলেন তিনি।

আরও পড়ুন- মণিপুর : আলোচনায় অনীহা!

Latest article