২১ জুলাইয়ের যন্ত্রণার স্মৃতি এখনও তাজা: শহিদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শহিদ দিবসে টুইটে ১৩ জন শহিদকে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,  “১৯৯৩ সালের ২১ জুলাইয়ের যন্ত্রণার স্মৃতি এখনও আমাদের মনে তাজা। তত্‍কালীন সরকারের অমানবিক নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। কোনওদিনও তা ভোলা যাবে না। তাঁদের আত্মবলিদানের জন্য শহিদ দিবসে আমি তাঁদের আন্তরিক শ্রদ্ধা জানাই”

আরও পড়ুন-নজরে ২৪: দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে-ভাষণের প্রস্তুতি

বরাবরই তৃণমূলের কর্মীদের প্রতি শ্রদ্ধাশীল অভিষেক। বারবার তিনি বলেছেন, কর্মীরাই দলের সম্পদ। বিধানসভা নির্বাচনের পর বড় দায়িত্ব পেয়েও প্রথম তিনি তাঁদের শ্রদ্ধা-কুর্নিশ জানিয়েছিলেন। ২১ জুলাই শহিদ স্মরণ করে সেই আত্মত্যাগকে সম্মান জানালেন তিনি।

 

Latest article