সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার কথা সম্প্রতি ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী হাওড়া কর্পোরেশন এবার পুরুষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার কাজ শুরু করল। ১০ জন সদস্যকে নিয়ে একটি করে পুরুষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে হাওড়া কর্পোরেশন এলাকায় এরকম ৩০০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করাবে। ওই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ সদস্যদের নির্মল সাথী প্রকল্পে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ, শহরের পাবলিক শৌচাগার সাফাইয়ের মতো নিয়মিত কাজে যুক্ত করা হবে।
আরও পড়ুন-ডেঙ্গি রুখতে ট্যাবলো
এর ফলে তাঁরা প্রতিদিন যেমন কাজ পাবেন তেমনই তাঁদের স্বনির্ভর করতে আগামী দিনে সহজ শর্তে ঋণ প্রদানেরও ব্যবস্থা করে দেওয়া হবে। কীভাবে শুধুমাত্র পুরুষদের নিয়ে এই স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করা হবে তার রূপরেখা তৈরি করতে হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী পুর আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানেই ঠিক হয় খুব দ্রুত পুরুষদের এই স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করে ফেলা হবে। কয়েকদিনে এইরকম ৩-৪টি পুরুষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে পরীক্ষামূলকভাবে তাঁদের দিয়ে কাজ শুরু করানো হচ্ছে। ৩ মাসের মধ্যে এইরকম ৩০০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে হাওড়া কর্পোরেশন। অর্থাৎ এই পুরুষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির মাধ্যমে পুর এলাকার প্রায় ৩ হাজার জনকে স্বনির্ভর করে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…