ডেঙ্গি রুখতে ট্যাবলো

বর্ধমান পুরসভার ২ নম্বর ওয়ার্ডেও শাখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘ ডেঙ্গি সচেতনতার বার্তা দিতে বৃহস্পতিবার একটি ট্যাবলো বের করে

Must read

প্রতিবেদন : ডেঙ্গির (dengue) বাড়বাড়ন্তে তৎপর পুর প্রশাসন (municipality)। প্রতিদিনই কোনও না কোনও ওয়ার্ডে পুর আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন মানুষকে সচেতন করতে। ডেঙ্গি প্রতিরোধক স্প্রে করা হচ্ছে প্রতিটি এলাকায়। কাউন্সিলরা নেমে পড়েছেন রাস্তায়।

আরও পড়ুন-ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দিলেন ৬ শিক্ষিকা

বর্ধমানের (Burdwan) ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রূপালি কৈবর্তর উদ্যোগে পুরসভার পক্ষে ডেঙ্গি নিয়ে সচেতনতায় একটি ট্যাবলো বের হয়। সঙ্গে ছিলেন রূপালি ছাড়াও চেয়ারম্যান পারিষদ প্রদীপ রহমান-সহ স্বাস্থ্য আধিকারিকরা। বর্ধমান পুরসভার ২ নম্বর ওয়ার্ডেও শাখারীপুকুর বিবেকানন্দ সেবক সংঘ ডেঙ্গি সচেতনতার বার্তা দিতে বৃহস্পতিবার একটি ট্যাবলো বের করে।

Latest article