প্রতিবেদন : জট কাটল। উচ্চ প্রাথমিকের মেধাতালিকা আজ, বুধবার হাইকোর্টের নির্দেশে প্রকাশিত হচ্ছে। ১৪,৩৩৯টি শূন্য পদে নিয়োগ হবে। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, প্যানেলে প্রার্থীদের নাম ও রোল নম্বরের পাশাপাশি উল্লেখ থাকবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ও টেটের নম্বরের সার্বিক তথ্য। যে তথ্য দিয়ে প্রার্থীরা বুঝতে পারবেন সঠিক নম্বর উল্লেখ করা হয়েছে কি না। নিয়োগের প্যানেল প্রকাশ করার পাশাপাশি স্কুল শিক্ষা দফতর অনুসন্ধান শুরু করেছে কোন কোন স্কুলে উচ্চ প্রাথমিকের শিক্ষকের প্রয়োজন।
আরও পড়ুন-নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ চেয়ে হাসপাতালের মেঝেয় রাত কাটালেন কমিশন-কর্ত্রী
আজ বুধবার এই প্যানেল প্রকাশিত হলেও সুপারিশপত্র দেওয়া হবে হাইকোর্টের নির্দেশ মেনেই। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। প্রথম পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হলে অনেক চাকরিপ্রার্থীই অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট প্যানেল বাতিল করলে ২০২১ সালে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশ করে। আদালত এরপর জানায় প্রার্থীদের সব অভিযোগ নথিভুক্ত করতে হবে। আদালতের নির্দেশ মেনে অভিযোগ নথিভুক্তকরণের পর স্কুল সার্ভিস কমিশন ১৪,৩৩৯ জনের মেধাতালিকা প্রকাশ করতে চলেছে। কোর্টের নির্দেশে এখন নিয়োগপত্র পাওয়ার অপেক্ষা।