বুয়েনোস আইরেস, ২১ মার্চ : চলতি সপ্তাহে ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ২৪ ও ২৮ মার্চ দু’টি ফিফা ফ্রেন্ডলি খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। ঘরের মাঠে প্রথম ম্যাচ পানামার বিরুদ্ধে। এরপর কুরাকাওয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। আর এই দু’টি ম্যাচ খেলার জন্য সোমবার রাতেই বুয়েনোস আইরেসে পৌঁছে গিয়েছেন মেসি। বিশ্বকাপের পর এই প্রথমবার জাতীয় দলের হয়ে খেলবেন মেসি। তাঁর সঙ্গে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি’মারিয়া-সহ একঝাঁক আর্জেন্টাইন ফুটবলার।
আরও পড়ুন-মার্টিনা এখন ক্যানসার-মুক্ত
বিশ্বকাপ জয়ের পর মেসি জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে বিশ্বজয়ী দলের সদস্য হিসেবে আরও কিছু ম্যাচ খেলতে চান। সোমবার রাতে স্থানীয় একটি রেস্তরাঁর খেতে গিয়েছিলেন মেসি। তাঁকে দেখার জন্য মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। তবে বিশ্বকাপ জয়ের পর সময়টা ভাল যাচ্ছে না মেসির। তাঁর ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। ফ্রেঞ্চ কাপ থেকেও বিদায় নিয়েছেন মেসিরা। একমাত্র সুযোগ ফরাসি লিগ চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ম্যাচে রেনের কাছে ঘরের মাঠে হারের পর সমর্থকদের বিদ্রুপের শিকার হতে হয়েছিল মেসিকে।