প্যারিস : দারুণ ফর্মে থাকা নেইমার দ্য সিলভাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। তবে তিন পয়েন্ট পেতে কোনও সমস্যা হল না পিএসজির। লিওনেল মেসি (Lionel Messi) ও এমবাপের (Kylian Mbappe) দাপটে অ্যাজাক্সিওকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। জোড়া গোল এমবাপের। একটি মেসির।
আরও পড়ুন: ন’বছর ট্রফি জিতিনি, এটাই চ্যালেঞ্জ, রোহিত বললেন
১৩ মিনিটেই মেসি ফ্রি-কিক অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দেন অ্যাজাক্সিওর গোলরক্ষক বেঞ্জামিন লিরয়। যদিও ২৪ মিনিটেই এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। তাঁকে পাস বাড়িয়েছিলেন মেসি (Lionel Messi- Kylian Mbappe)। বিরতির আগে আর গোলের দেখা পায়নি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন মেসি-এমবাপেরা। কিন্তু গোল আসছিল না। অবশেষে ৭৮ মিনিটে এমবাপের ব্যাকহিল থেকে বল পেয়ে ২-০ করেন মেসি। ৮২ মিনিটে ফের মেসি-এমবাপে জুটির ম্যাজিক। এবার মেসির কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন এমবাপে। এই জয়ের সুবাদে ১১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ফরাসি লিগের শীর্ষে রইল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লরাঁর (১১ ম্যাচে ২৬) থেকে এই মুহূর্তে ছ’পয়েন্টে এগিয়ে মেসিরা।