ন’বছর ট্রফি জিতিনি, এটাই চ্যালেঞ্জ, রোহিত বললেন

Must read

মেলবোর্ন : ‘‘ন’বছর কোনও আইসিসি ট্রফি জিতিনি। এটাই চ্যালেঞ্জ।” মেলবোর্নে পাকিস্তান ম্যাচের আগে বলে দিলেন রোহিত শর্মা (Cricketer Rohit Sharma)।

রবিবারের মহা ম্যাচের আগে অনেক কিছু নিয়েই বললেন রোহিত। যেমন বৃষ্টির আশঙ্কা থাকায় টস গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ‘‘তবে মেলবোর্নের আবহাওয়া নিয়ে অনেক কিছু শুনেছি। এটা বদলাতে থাকে। ম্যাচে কি হবে জানি না। এটা তো আমাদের হাতে নেই।” বক্তব্য অধিনায়কের।
রোহিত যোগ করেন, তাঁরা নিজেদের হাতে যা আছে সেটা নিয়ে ভাবতে পারেন। রবিবার মাঠে আসবেন পুরো ৪০ ওভার খেলা হবে এটা ধরে নিয়েই। তারপর ওভার কমলে তার জন্য প্রস্তুত থাকবেন। ১০ ওভার, ৫ ওভার যাই হোক। ‘‘কপাল ভাল আমরা ভারতে একটা ৮ ওভারের ম্যাচ (অস্ট্রেলিয়ার সঙ্গে) খেলে এসেছি।”
২০১৩-তে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। রোহিত (Cricketer Rohit Sharma) তা নিয়ে বলেন, ‘‘এটাকে ঠিক চাপ বলব না, কিন্তু আইসিসি টুর্নামেন্টের শীর্ষে পৌঁছনো চ্যালেঞ্জ তো বটেই। মানছি যে বড় ম্যাচে আমরা ঠিকমতো পারফর্ম করতে পারিনি। কিন্তু সুযোগ ঘুরেফিরে আসে। এখন যেমন এসেছে। আমরা কয়েকটি নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস রেখেছি।”

আরও পড়ুন: হিমাচলে প্রার্থীতালিকা প্রকাশ হতেই বিজেপিতে প্রকাশ্য বিদ্রোহ

রোহিত এরপর ন’বছর ধরে আইসিসি ট্রফি জিততে না পারার প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘‘শেষবার ট্রফি জিতেছিলাম ২০১৩-তে। আমাদের মতো দলের জন্য এটা চ্যালেঞ্জ। প্রচুর প্রত্যাশা থাকে আমাদের নিয়ে। আমরা সবাইকে হতাশ করেছি। এই টুর্নামেন্ট ছবিটা বদলানোর সুযোগ এনে দিয়েছে। জানি এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। শুধু একটা করে ম্যাচ মাথায় রাখব। সেটা খেলে সামনে তাকাবো।” রোহিত আরও জানান, তিনি তাঁর প্লেয়ারদের স্বাধীনতা ও নিরাপত্তা দিয়েছেন। ড্রেসিংরুমে জয় নয়, ছোট ছোট জিনিসের উপর জোর দিয়েছেন। যাতে ভয়-ডরহীন ক্রিকেট খেলতে পারেন।

পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁরা চাপে আছেন, রোহিত এটা মানছেন না। কিন্তু কোথায় যেন মাথার পিছনে ব্যাপারটা থাকেই। তিনি জানাচ্ছেন, এটা বদলানোর নয়। তবে এই চ্যালেঞ্জটা নিচ্ছেন। পাকিস্তান শক্তিশালী দল। যেটা তারা বরাবরই। গত বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারিয়েছে। ‘‘তবে আমাদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে পারি।” বলেছেন রোহিত। এরপরই তিনি এশিয়া কাপের কথা টেনে আনেন। রোহিত বলেন, ‘‘আমরা প্রথম ম্যাচে জিতেছিলাম। ওরা দ্বিতীয়টা। এরপর এশিয়া কাপের বাইরে চলে যাই গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে না পেরে। পাকিস্তান কিন্তু বেশ ভাল ক্রিকেট খেলছে। এশিয়া কাপে ওদের সঙ্গে দু’বার খেলতে পেরেছি। না হলে তো খেলাই হয় না। এত কম সুযোগে বুঝে নিতে হয়েছে কোথায় ওদের শক্তি ও দুর্বলতা। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কাউকে হালকাভাবে নেওয়া যায় না, বুঝতে হবে।”

Latest article