মায়ামি, ২১ সেপ্টেম্বর : দেশের হয়ে খেলতে গিয়ে হাল্কা চোট পেয়েছিলেন। তাই ক্লাবের হয়ে আগের ম্যাচটা খেলেননি লিওনেল মেসি। ইন্টার মায়ামিও ম্যাচটা হেরে গিয়েছিল। চোট সারিয়ে বৃহস্পতিবার টরেন্টোর বিরুদ্ধে মাঠে ফিরলেন মেসি। দলও মেজর লিগ সকারের ম্যাচটা ৪-০ গোলে জিতে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল। কিন্তু ফের চোট পেয়ে দলকে চিন্তায় রাখলেন মেসি! এদিন ৩৭ মিনিটেই তিনি মাঠ ছেড়ে উঠে যান।
আরও পড়ুন-ফর্মে ফিরতে সিন্ধুর প্রেরণা কিং কোহলি
এদিন মায়ামির হয়ে জোড়া গোল করেন মেসির পরিবর্ত হিসেবে মাঠে নামা রবার্ট টেলর। একটি করে গোল ফাকুন্দো ফারিয়াস এবং বেঞ্জামিন ক্রামসির। অন্যদিকে, মেসি যতক্ষণ মাঠে ছিলেন ভালই খেলছিলেন। দু’টি সুযোগও তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ৩৩ মিনিটে বল নিয়ে বিপক্ষ বক্সের কাছাকাছি পৌঁছেও হঠাৎ করেই থেমে যান। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, আর্জেন্টাইন মহাতারকার পায়ে কোনও সমস্যা হচ্ছে। মিনিট চারেকের মধ্যেই তাঁকে তুলে নেওয়া হয়।
আরও পড়ুন-পুজোয় নজর কাড়বে মির্জাপুরের কপার জরি, স্বর্ণচরি, বালুচরি
সোমবার ভারতীয় সময় ভোরে মেজর লিগ সকারে ফের মাঠে নামবে মায়ামি। প্রতিপক্ষ ওরল্যান্ডো সিটি। এরপর বৃহস্পতিবার ইউএস ওপেনের ফাইনালে খেলতে হবে হিউস্টনের বিরুদ্ধে। কোচ জেরার্ডো মার্টিনো বলছেন, সোমবারের ম্যাচে লিওর পক্ষে খেলা সম্ভব নয়। এটা এখনই বলে দিচ্ছি। দেখা যাক ইউএস ওপেনের ফাইনালের আগে ফিট হয়ে ওঠে কি না। সামনে লম্বা মরশুম। তাই কোনও ঝুঁকি নিতে চাই না। আমার ধারণা, এই চোট খুব একটা গুরুতর নয়।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…