রোজারিও, ২৯ ডিসেম্বর : আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছেন তিনি। লিওনেল মেসি। কাপ নিয়ে দেশে ফেরার পরেও নায়ককে নিয়ে আর্জেন্টিনায় উৎসবের আমেজ এখনও কাটেনি। মেসি নিজেও এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নিজের শহর রোজারিওতে। বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না। কিন্তু প্রতিদিনই আর্জেন্টাইন মহাতারকার বাড়ির সামনে উৎসাহী মানুষের ভিড় জমছে।
আরও পড়ুন-বেঙ্গল সাফারিতে হচ্ছে কটেজ
এরই মধ্যে ভাইঝির জন্মদিন। সেই অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জি ও তিন সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন মেসি। কিন্তু রাস্তায় বেরোতেই মেসির গাড়ি ঘিরে ধরেন প্রচুর মানুষ। সবার মুখে মেসি, মেসি চিৎকার। ভক্তদের এই ভালবাসার অত্যাচারে মেসির গাড়ি বেশ কিছুটা সময় আটকে পড়েছিল। মেসি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। যদিও তিনি বিরক্তি প্রকাশ করেননি। বরং ভক্তদের উদ্দেশে হাসিমুখে হাত নাড়েন। এরই মধ্যে এক সমীক্ষায় ধরা পড়েছে আর্জেন্টিনার বড় অংশের মানুষ মেসিকে দেশের প্রেসিডেন্টের পদে দেখতে চান। বিশ্বকাপ ফাইনালের পর এই সমীক্ষা চালিয়েছিল এক বেসরকারি সংস্থা। তাতে দেখা গিয়েছে, আর্জেন্টিনার ৪৩.৭ শতাংশ জনতা মেসিকে প্রেসিডেন্ট দেখতে চান।