বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) আপ লাইনে বরানগর এবং নোয়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এই ঘটনার সুবাদে দমদমের পরের তিনটি স্টেশনে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের মাঝে ব্যস্ত দিনে হঠাৎ মেট্রো বিপত্তি স্বাভাবিকভাবেই বিপদে ফেলেছিলেন নিত্যযাত্রীদের। সন্ধ্যা ৭ টার পর সেদিন পরিষেবা স্বাভাবিক হয়।
আরও পড়ুন-রেলের ওয়াগন তৈরি করতে চলেছে বাংলার ২ সংস্থা
আজ ছুটির দিন রবিবার। কলকাতা মেট্রোয় আবার বিভ্রাট। ছুটির দিনে দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকল। যান্ত্রিক গোলযোগের ফলেই আজ দুপুর ২টো নাগাদ দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। যারা ইতিমধ্যে টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যদিও উত্তর-দক্ষিণ লাইনের স্টেশনগুলিতে, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিকভাবে চলছে মেট্রো।
উল্লেখ্য, ছুটির দিন অতিরিক্ত সময় ব্যয় না করতে চেয়ে অনেকেই মেট্রো পরিষেবা নিতে চায়। তাছাড়া ডিসেম্বর মানেই উৎসবের আবহাওয়া। ইতিমধ্যেই সেজে উঠছে শহর। বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসছে মানুষ। এহেন অবস্থায় এরকম বিপত্তি যাত্রীদের জন্য দুর্ভোগের তো বটেই।