রেলের ওয়াগন তৈরি করতে চলেছে বাংলার ২ সংস্থা

জুপিটার ওয়াগনস লিমিটেডের বরাতের অঙ্কটা ১,৬০০ কোটি টাকার বেশি। টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়েছে প্রায় ১,৪০০ কোটি টাকার বরাত

Must read

পশ্চিমবঙ্গের (West Bengal) দুটি সংস্থা ওয়াগন তৈরির জন্য ভারতীয় রেলের (Indian Railway) থেকে বরাত পেল । জুপিটার ওয়াগনস লিমিটেডের বরাতের অঙ্কটা ১,৬০০ কোটি টাকার বেশি। টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়েছে প্রায় ১,৪০০ কোটি টাকার বরাত। বলা যায় একপ্রকার পশ্চিমবঙ্গের জয়জয়কার। বিডিং প্রক্রিয়ায় যে আটটি সংস্থা অংশগ্রহণ করেছিল, সেগুলির মধ্যে পাঁচটি সংস্থার সঙ্গে নিবিড় যোগ পশ্চিমবঙ্গের। জুপিটার ওয়াগনস লিমিটেডের তরফে এই মর্মে জানানো হয়েছে, ভারতীয় রেলের থেকে ১,৬১৭ কোটি টাকার বরাত এসেছে ৪,০০০ বক্সনস ওয়াগন তৈরি করার জন্য। বক্সনস ওয়াগন মালগাড়িতে ব্যবহার করা হয়। সেই ওয়াগনের তিন দিক ঘেরা থাকে এবং চতুর্থ দিক খোলা থাকে।। খোলা দিক দিয়েই জিনিসপত্র ওঠানো-নামানো হয়।

আরও পড়ুন-নোনাপুকুরে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

জুপিটার ওয়াগন লিমিটেড রেলওয়ের ওয়াগন, যাত্রীবাহী কোচের বেশ কিছু সরঞ্জাম উৎপাদন করে। মেরিন কন্টেনার, রেফ্রিজারেটেড কন্টেনারের মতো জিনিষও তারা তৈরি করে। কলকাতার মিডলটন স্ট্রিটে এই সংস্থার সদর দফতর। প্রতিরক্ষা মন্ত্রকের হয়েও তারা কাজ করেছে। টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রেলওয়ে বোর্ডের থেকে ৩,৪০০টি বক্সনস ওয়াগন তৈরির বরাত পেয়েছে। বরাতের অঙ্ক ১,৩৭৪ কোটি টাকা। এদের সদর দফতর উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। ব্রিজ, জলবিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম, রেলের ওয়াগন তৈরি করে তারা।

Latest article