নোনাপুকুরে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী

রবিবার বিকেলে হঠাৎ নোনাপুকুরের বহুতলে বিধ্বংসী আগুন (Fire) লাগে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে

Must read

আজ, রবিবার বিকেলে হঠাৎ নোনাপুকুরের বহুতলে বিধ্বংসী আগুন (Fire) লাগে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে। ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বাড়িতে ল্যাডার লাগিয়ে ৫ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। আর কেউ আটকে আছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়া আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। আপাতত দমকলের ৬টি ইঞ্জিন কাজ চালাচ্ছে। ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আশপাশের বাড়ি থেকেও বাসিন্দাদের সরানো হয়েছে। পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ।

আরও পড়ুন-‘রঙের রাজনীতি’ করছে বিজেপি’ গেরুয়া রাজনীতির বি.রুদ্ধে ক্ষো.ভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

এদিন বিকেল ৫টা নাগাদ নোনাপুকুরে (Nonapukur) একটি তিনতলা বাড়ির জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। দমকলে খবর দেন স্থানীয়রা। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। মই দিয়ে উপরে উঠে ঘরের ভিতর থেকে ২শিশু-সহ ৫জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন-কেরলে মহিলার দেহে মিলল করোনার নয়া প্রজাতির হদিশ

প্রথমে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ৩টি ইঞ্জিন আসে। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Latest article