‘রঙের রাজনীতি’ করছে বিজেপি’ গেরুয়া রাজনীতির বি.রুদ্ধে ক্ষো.ভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

আজ, রবিবার, দিল্লি (Delhi) যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ, রবিবার, দিল্লি (Delhi) যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, কেন্দ্রের গৈরিকীকরণের নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, ‘আমরাই প্রথম রঙের ব্র্যান্ড শুরু করি। এটা কী কথা! প্রতিটি জায়গায় শুধু বিজেপি-র লোগো লাগাতে হবে? আর বিজেপি-র রঙ করতে হবে? ওরা কি ঠিক করে দেবে কে কী খাবে? কে কী পরবে? মানুষের মাথা খারাপ করে দেওয়ার চেষ্টা। এটা নিয়ে আমরা আওয়াজ তুলব।’

আরও পড়ুন-কেরলে মহিলার দেহে মিলল করোনার নয়া প্রজাতির হদিশ

এদিন তিনি আরও বলেন, ‘মেট্রো স্টেশনগুলিও গেরুয়া রঙ করে দিয়েছে। শিলিগুড়িতে গিয়ে দেখলাম সব বাড়িগুলিকে গেরুয়া রঙ করেছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করতে হবে।’ প্রসঙ্গত, এদিন তিনি কেন্দ্রকে নিশানা করেন বলেন, ‘১০০দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্র। স্বাস্থ্য প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, সিলেবাসেও যা ইচ্ছে ঢোকাচ্ছে।’

আরও পড়ুন-পলাতক এসআই মনোজ শর্মা আলিগড়ে গ্রেফতার

বাংলার সব স্বাস্থ্য কেন্দ্রের রঙ নীল-সাদা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে কেন্দ্রের আর্থিক বরাদ্দে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি তৈরি হবে তার রঙ মেটালি হলুদ হতে হবে। সঙ্গে থাকতে হবে খয়েরি বর্ডার। এই রঙ না করার ফলেই পশ্চিমবঙ্গের ৮০০ কোটি টাকা আটকে রেখেছে দিল্লি, এমনটাই মনে করছে রাজ্য সরকার।

 

Latest article