জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু করতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ

Must read

জোকা-বিবাদি বাগ মেট্রো রেল প্রকল্পের জট এখনও কাটেনি। ময়দান অঞ্চলে মেট্রোর কাজের জন্য সেনাবাহিনীর অনুমতি মেলেনি। অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছে নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল।

আরও পড়ুন- একসঙ্গে ২০০ জনের বেশি নয়, টিকাকরণে নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

তবে এই জটকে সরিয়ে রেখে বেহালাবাসীদের জন্য খুশির খবর আনতে চলেছে আরভিএনএল। প্রাথমিক ভাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করতে তৎপর হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সুত্রের খবর, প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোরেল চালানো হবে। পরের পর্যায়ে তারাতলা থেকে মোমিনপুর পর্যন্ত চালানো হতে পারে মেট্রো। এই রুটের অধিকাংশ রেল স্টেশনগুলির নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। চলছে ইলেকট্রিকের কাজও।

আপাতত চলতি বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ের কাজগুলি শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে আগ্রহী মেট্রো কর্তৃপক্ষ।

Latest article