প্রতিবেদন : এ বছর কালীপুজোতেও (Kalipuja) মাঝরাত পর্যন্ত মেট্রো চলবে। কালীপুজোর দিন সবমিলিয়ে মোট ২০০টি ট্রেন চালাতে চলেছে মেট্রো। আগামী ২৪ অক্টোবর সোমবার কালীপুজোর দিন এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
আরও পড়ুন-বাজি বিক্রিতে চলবে জোরদার নজরদারি
রাত ১২টায় শেষ ট্রেন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। মোট ১২টি বিশেষ ট্রেন ওই দিন রাতে চালানো হবে। ৬টি আপ এবং ৬টি ডাউন ট্রেন। এর ফলে যাত্রীদের সুবিধা হবে।