লস অ্যাঞ্জেলস, ৪ সেপ্টেম্বর : মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ জয় পেল ইন্টার মায়ামি। সোমবার তারা ৩-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস এফসিকে। তাও আবার তাদের মাঠেই। নিজে গোল না পেলেও, জোড়া গোল করিয়ে ম্যাচের নায়ক লিওনেল মেসি।
আরও পড়ুন-ডেভিডের জোড়া গোলে সুপার সিক্সে মহামেডান
প্লে-অফে ওঠার দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটা জিততেই হত মায়ামিকে। শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। তবে শুরুতে প্রাধান্য বেশি ছিল লস অ্যাঞ্জেলসের। ১৪ মিনিটেই অবশ্য খেলার গতির বিরুদ্ধে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ফাকুন্দো ফারিয়াস। ২৭ মিনিটে মেসির জোরালো শট বিপক্ষ গোলকিপার রুখে না দিলে, তখনই দু’গোলে এগিয়ে যায় মায়ামি। ৩৮ মিনিটে ফের বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি মেসি।
আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে ৯ স্থায়ী গঠন
যদিও বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই মেসির ঠিকানা লেখা পাস থেকে গোল করে মায়ামিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জর্ডি আলবা। ৮৩ মিনিটে বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢুকে নিজে শট না নিয়ে মেসি পাস বাড়ান সতীর্থ লিওনার্দো কাম্পানাকে। গোল করতে কোনও ভুল করেননি কাম্পানা। ম্যাচের একেবারে শেষ মিনিটে রায়ান হোলিংশেডের গোলে ব্যবধান কমালেও, হার বাঁচাতে পারেনি লস অ্যাঞ্জেলস।