বাংলায় আছড়ে পড়তে পারে ‘মিগজাউম’

বাংলার উপকূলবর্তী জেলার মানুষগুলো নিজেদের ঘরবাড়ি ও বাঁধ নিয়ে সংশয়ে থাকে। ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি আরও একবার ভাবাচ্ছে তাদের।

Must read

আবার নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। আলিপুর আবহাওয়া দফতর নভেম্বর-শেষে বেশ উদ্বেগের কথা শোনাল। আলিপুর আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, আন্দামান সাগরে নতুন করে এক নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ২৯ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় মিগজাউম (Michaung) এর হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু যদিও জানা যায়নি। সাগরে ঘূর্ণিঝড় হলে আগামী ৭ দিন বাংলায় তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। হামুন, মিধিলির পর এবার কপালে ভাঁজ ফেলছে মিগজাউম। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন-Uttakashi: ভগবান ভরসা, সুড়ঙ্গের সামনে বিগ্রহে চলছে পুজো

মিগজাউম এই মুহূর্তে ভারত, বাংলাদেশ ও মায়ানমারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বছরে এটি চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগে মিধিলির থেকে একটুর জন্য বেঁচে গিয়েছে বাংলা। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে মিধিলি। এই ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে বাংলার তরফেও বাড়তি সতর্কতা নেওয়া নেওয়া হয়েছিল। এবারও নেওয়া হচ্ছে। বাংলার উপকূলবর্তী জেলার মানুষগুলো নিজেদের ঘরবাড়ি ও বাঁধ নিয়ে সংশয়ে থাকে। ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি আরও একবার ভাবাচ্ছে তাদের।

Latest article