মেদিনীপুরে সমবায় ভোট আবার রাম-বাম আঁতাঁত

রাম-বাম আঁতাঁতের অভিযোগ অনেকদিনের। রাজনীতির ময়দানে জমি খুঁজতে এখন বিজেপিকেই আঁকড়ে ধরছে বামফ্রন্ট ও কংগ্রেস

Must read

সংবাদদাতা, মহিষাদল : রাম-বাম আঁতাঁতের অভিযোগ অনেকদিনের। রাজনীতির ময়দানে জমি খুঁজতে এখন বিজেপিকেই আঁকড়ে ধরছে বামফ্রন্ট ও কংগ্রেস। সাম্প্রতিক বেশ কয়েকটি সমবায় নির্বাচনে যা পরিষ্কার। তলে তলে এই বিপজ্জনক আঁতাঁত সম্পর্কে তৃণমূল রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বারবার সচেতন করেছে।

আরও পড়ুন-মেঘালয়ের তুরাতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে বিজেপি ও বাম জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল। তা দেখা গেল মহিষাদলের সমবায় নির্বাচনে। ২০ নভেম্বর ‘কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায়’ নির্বাচন। তৃণমূল পরিচালিত এই সমবায়ে ৭৬ আসন। সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। সংযুক্ত কৃষক মোর্চার ব্যানারে ৬২ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ১৩ আসনে বামেরা। বিরোধীদের প্রার্থী না থাকায় একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে। বাকি ৬১ আসনে জোট বেঁধে লড়ছে রাম ও বাম। পাঁশকুড়ার এক সমবায় নির্বাচনে কয়েকদিন আগেই ভোটাররা রাম-বাম জোটকে প্রত্যাখ্যান করে বিপুল ভোটে তৃণমূলকে জয়ী করেছিল। তারই পুনরাবৃত্তি ঘটবে মহিষাদলে, আত্মবিশ্বাসী তৃণমূল শিবির।

Latest article