নয়াদিল্লি, ৪ মে : মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশি তাণ্ডবের শিকার বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিক-সহ প্রতিবাদী কুস্তিগিররা। এই ঘটনার প্রতিবাদ হিসেবে, দেশের হয়ে জেতা সমস্ত পদক ফিরিয়ে দিতে চান বজরংরা।
আরও পড়ুন-বার্সা ঘুরে সৌদিতে মেসি
জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নয়াদিল্লির যন্তর মন্তরে ধরনায় শামিল হয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, বুধবার সন্ধে থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেছিল স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশের একটি দল। এরপর মদ্যপ অবস্থায় বুধবার রাতে এসে চড়াও হয় পুলিশ কর্মীরা। মহিলা কুস্তিগিরদের সঙ্গে অভব্য আচরণ করে বলেও অভিযোগ। পরে কান্নায় ভেঙে পড়ে সাংবাদিক বৈঠকে বিনেশ ফোগট বলেন, “এই দিন দেখার জন্যই কি দেশের হয়ে পদক জিতেছিলাম? পুলিশ কর্মীরা সবাইকে ধাক্কা দিচ্ছিলেন। আমরা কেউ অপরাধী নই যে আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে।” বজরং পুনিয়া বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার সমস্ত পদক ফিরিয়ে নেওয়া হোক।’’ বুধবার রাতের ঘটনার পর আন্দোলনকারীদের সমর্থনে ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-টুর্নামেন্ট আয়োজনের বিডিং প্রত্যাহার, কল্যাণের বিরুদ্ধে মোদির কাছে নালিশ
এদিকে, বৃহস্পতিবার অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে ৭ মহিলা কুস্তিগিরের করা যৌন হেনস্তার মামলার শুনানি বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি জে বি পার্দিওয়ালার বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। কাজেই কুস্তিগিররা যে আবেদন করেছিলেন, সেই উদ্দেশ্য সফল হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “আমরা এই পর্যায়ে মামলাটি বন্ধ করে দিচ্ছি। যদি আবেদনকারীদের অন্য কোনও দাবি থাকে, তাঁরা ম্যাজিস্ট্রেট কোর্ট বা হাইকোর্টে আবেদন করতে পারেন।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…