প্রতিবেদন : এরাজ্য থেকে যতসংখ্যক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যান, তার থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে বাংলায় আসেন। এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। মিজোরামে পাথর খাদানে কাজে গিয়ে ধসের জেরে মৃত্যু হয়েছে ১২ জন শ্রমিকের। তার মধ্যে রয়েছেন বাংলার পাঁচ শ্রমিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-কোচবিহারে ১৬ গ্রামীণ ব্লকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার শ্রমিক বেশি মারা যাচ্ছে বলে বুধবার ঝাড়গ্রামে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন সেই বিষয়টি নিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গে বর্ষীয়ান মন্ত্রী বলেন, ‘‘এ রাজ্য থেকে যতসংখ্যক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যায়, তার থেকে বেশি পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে আসেন।’’ প্রসঙ্গত, সোমবার মিজোরামে পাথর খাদানে ধসে মৃত্যু হয় নদিয়া জেলার ৪ যুবকের। তাঁদের নাম যথাক্রমে রাকেশ বিশ্বাস, মিন্টু মণ্ডল ও বুদ্ধদেব মণ্ডল এবং মদন দাস। প্রথম তিন যুবক নদিয়ার তেহট্টের কালীতলা পাড়ার বাসিন্দা ছিলেন। মদন দাসের বাড়ি চাপড়ার পিবরাইগাছি গ্রামে। চুক্তিভিত্তিক কাজে রাজ্য থেকে ওই যুবকরা মিজোরামের পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। বাংলা থেকে ভিনরাজ্যে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে।