কোচবিহারে ১৬ গ্রামীণ ব্লকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৬টি গ্রামীণ সাংগঠনিক ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, কোচবিহার : ১৬টি গ্রামীণ সাংগঠনিক ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কার্যালয়ে দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাংবাদিক বৈঠক করে ১৬ গ্রামীণ সাংগঠনিক ব্লকের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। কোচবিহার ১/এ ব্লকে ৩৬, ১/বি ব্লকে ৩৫, ২ ব্লকে ২০, তুফানগঞ্জ ১/এ ব্লকে ২৪, তুফানগঞ্জ ১/বি ব্লকে ৩১, তুফানগঞ্জ ২ ব্লকে ২০, মাথাভাঙা ১/এ ব্লকে ২৪, মাথাভাঙা ১/বি ব্লকে ২৬, মাথাভাঙা ২ ব্লকে ৬০, দিনহাটা ১/এ ব্লকে ৩০, দিনহাটা ১/বি ব্লকে ৭, দিনহাটা ২ ব্লকে ১৭, সিতাই ব্লকে ১৪, শীতলকুচি ব্লকে ২০, মেখলিগঞ্জ ব্লকে ২১এবং হলদিবাড়ি ব্লকে ৩৯ জনের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন-কলেজিয়াম ব্যবস্থা খতিয়ে দেখতে রাজি সুপ্রিম কোর্ট

সাংবাদিক বৈঠকে গিরীন্দ্রনাথ বলেন, ‘কোচবিহার জেলার তৃণমূলের ২২ সাংগঠনিক ব্লকের মধ্যে শহরের ৬টি ব্লক বাদ দিয়ে বাকি গ্রামীণ ১৬ ব্লকের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করলাম। প্রয়োজন অনুপাতে ব্লক কমিটির সদস্যসংখ্যা বাড়ানো বা কমানো হয়েছে। শিগগিরই বাকি শহরের ৬টি সাংগঠনিক ব্লকের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করব।’ এ বিষয়ে অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘শীতলকুচি ব্লকে তপনকুমার গুহ, কোচবিহার ১/বি ব্লকে আব্দুল কাদের হক, মাথাভাঙা ১/বি শংকর রায়বিশ্বাস, মেখলিগঞ্জ ব্লকে কেশবচন্দ্র রায়, তুফানগঞ্জ ২ ব্লকে চৈতী বর্মন বড়ুয়া, কোচবিহার ২নম্বর ব্লকে সজল সরকার, তুফানগঞ্জ ১/বি প্রদীপকুমার বসাক, হলদিবাড়ি ব্লকে গোপালচন্দ্র রায়, কোচবিহার ১/এ জ্যোতির্ময় দাস, দিনহাটা ২ দীপক ভট্টাচার্য, দিনহাটা ১/বি ব্লকে অনন্তকুমার বর্মন, তুফানগঞ্জ ১ ব্লকে মনোজ বর্মন, দিনহাটা ১/এ সুধাংশুচন্দ্র রায়, মহেন্দ্রনাথ বর্মন, সিতাই ব্লকে মুক্তিপদ মণ্ডলের নেতৃত্বে।

Latest article