কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে গুলি জঙ্গিদের, শহিদ ১ জওয়ান, আহত ৪

শনিবার কাশ্মীরের (Kashmir) পুঞ্চ উপত্যকায় সুরানকোটের বায়ুসেনার (Airforce) কনভয় যাওয়ার সময় হঠাৎ জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে।

Must read

শনিবার কাশ্মীরের (Kashmir) পুঞ্চ উপত্যকায় সুরানকোটের বায়ুসেনার (Airforce) কনভয় যাওয়ার সময় হঠাৎ জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে। উপত্যকার এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক জওয়ান শহিদ হয়েছেন। সেখানে আরও জওয়ান পাঠানো হয়েছে। পুঞ্চে এখনও জঙ্গিদমন অভিযান জারি আছে। দেখা গিয়েছে, বায়ুসেনার কনভয়ের একটি গাড়িতে বিপুল পরিমান গুলি চালানো হয়েছে। গাড়িটির উইন্ডশিল্ডে কমপক্ষে এক ডজন গুলি লেগেছে।

আরও পড়ুন-রবীন্দ্রনাথের প্রথম বই

এই বছরে কাশ্মীর উপত্যকায় এটা প্রথম বড় হামলা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ের উপর জঙ্গিরা হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সেখানে পৌঁছে গিয়েছেন এবং সার্চ অপারেশন শুরু করেছেন। গাড়িগুলিকে বায়ুসেনার ছাউনিতে ফিরিয়ে আনা হয়েছে।

জানা গিয়েছে, এই হামলার ঘটনার পর থেকে সংঘর্ষস্থলে মোতায়েন করা হয়েছে বায়ুসেনার গরুড় স্পেশাল ফোর্স। রাতে সেনার অতিরিক্ত বাহিনীও সেখানে পৌঁছয়। রাত থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। জম্মু-কাশ্মীর পুলিশও এই অবস্থায় তল্লাশি চালাচ্ছে। পুঞ্চ ও সংলগ্ন এলাকাগুলির যেকোন গাড়িও চেকিং করা হচ্ছে।

Latest article