গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে বাংলাদেশে (Flooding in Bangladesh)। এরই মধ্যে ভারতের মৌসিনরাম (Mawsynram) ও চেরাপুঞ্জিতে (Cherrapunji) হয়েছে রেকর্ড পরিমাণ বৃষ্টি। পাহাড়ের ঢাল বেয়ে সেই বৃষ্টির জল নেমে এসেছে বাংলাদেশে। তার ফলেই বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রবল বন্যা ও ধসের কারণে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। যার মধ্যে ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তিস্তা-সহ একাধিক নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। সিলেট, কুড়িগ্রাম, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। বাংলাদেশের (Flooding in Bangladesh) দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সিলেট সুনামগঞ্জে। বন্যা কবলিত এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ নেই। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু হলেও জলে ডুবে থাকায় ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ রয়েছে। হাসপাতালে জল ঢুকে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: শতজীবী এক সাংবাদিক