অগ্নিপথ নিয়ে কড়া প্রতিক্রিয়া যশবন্তের

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : অগ্নিপথ (Agnipath) প্রকল্পে নিয়োগের প্রতিবাদে প্রবল বিক্ষোভ চলছে গোটা দেশে। ‘অগ্নিবীর’দের ভবিষ্যৎ নিয়ে সর্বস্তরে উদ্বেগ। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সহসভাপতি এবং দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha) অগ্নিবীরদের নিয়োগ এবং প্রশিক্ষণের আরও একটি বিপজ্জনক দিক তুলে ধরলেন। তাঁর দাবি, যাঁদের অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা হবে, তাঁদের সবরকম অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হবে। তাঁর আশঙ্কা, পরবর্তীকালে সেই প্রশিক্ষণের যে অপব্যবহারও হতে পারে, সে বিষয়ে আগাম কোনও চিন্তাভাবনা করেনি কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, অগ্নিপথ এবং বেকারত্ব নিয়ে সর্বত্র এখন চর্চা হচ্ছে। কিন্তু সরকার যে অগ্নিপথ (Agnipath) প্রকল্প চালু করেছে তাতে চাকরি পেয়েও চার বছর পর চলে যাবে। এর থেকে খারাপ আর কিছুই হয় না। সেনাতেও চুক্তিভিত্তিক ও অনিশ্চিত চাকরি। অথচ এই চার বছরে সেনাবাহিনীতে তাঁদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে, পরবর্তীকালে তাঁরা যদি বেকারত্বর জ্বালায় অবসাদগ্রস্ত হয়ে দেশের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে, তাহলে সেটা খুবই চিন্তার বিষয়। এইসব দিকগুলি চিন্তা না করেই সরকার অগ্নিপথ প্রকল্প কার্যকর করেছে।

আরও পড়ুন: পদ্মগড় ভাঙবে, গড়বে তৃণমূল

যশবন্তের (Agnipath- Yashwant Sinha) কথায়, দেশের আসল সমস্যা পাহাড়প্রমাণ বেকারত্ব। তার থেকে নজর ঘোরাতেই ৪ বছরের জন্য নিয়োগের নতুন গিমিক মোদি সরকারের। এই পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

আরও পড়ুন: প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই ত্রিপুরায় অভিষেক, আজ সুরমায় সভা

Latest article