একে একে বিদায় নিচ্ছেন ‘চৌরঙ্গী’র নক্ষত্ররা। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, সুরকার অসীমা মুখোপাধ্যায়ের পরে এবার মিল্টু ঘোষ। বৃহস্পতিবার সকালেই প্রয়াত হলেন গীতিকার মিল্টু ঘোষ (Miltu Ghosh)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। নবতিপর গীতিকারের বাড়ি বরানগরে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ‘চৌরঙ্গী’ ছবির মান্না দে-র গাওয়া উত্তম কুমারের ঠোঁটে “বড় একা লাগে“ গান আজও বাঙালি শ্রোতার কানে বাজে।
আরও পড়ুন- ফের বিজেপি ক্ষমতায় এলে গ্যাসের দাম হবে ২০০০! মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
আশ্চর্যজনকভাবে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের শুরুতে চলে গেলেন ‘চৌরঙ্গী’ -র নায়িকা অঞ্জনা ভৌমিক। গত সপ্তাহেই মৃত্যু হয় সুরকার-প্রযোজক অসীমা মুখোপাধ্যায়ের। “বড় একা লাগে“ গানটি সুরকার ছিলেন তিনি। এবার চলেছে গেলেন ওই গানের গীতিকার মিল্টু ঘোষ (Miltu Ghosh)। পরপর তিন নক্ষত্র পতনে শোকস্তব্ধ টলিউড৷