সুপার সিক্সে আজ মিনি ডার্বি

তৃতীয় দল হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-ও খেতাবি লড়াইয়ে রয়েছে। তারাও ২৯ পয়েন্ট নিয় সুপার সিক্সে উঠেছে।

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে বুধবার মিনি ডার্বি। কিশোরভারতী স্টেডিয়ামে দুপুর তিনটের সময় মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহামেডান। এই ম্যাচকে লিগের খেতাবি লড়াইয়ের তকমা দেওয়া হচ্ছে। কারণ, লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল গ্রুপ পর্ব থেকে সর্বোচ্চ ৩০ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে। মহামেডান ২৯ পয়েন্ট নিয়ে উঠে সুপার সিক্সের প্রথম ম্যাচে খিদিরপুরকে পাঁচ গোলে হারিয়ে ৩২ পয়েন্টে।

বিস্তারিত পড়ুন-শুরুতেই পাঁচ গোল খেল ভারত

তাই বুধবার ডার্বির ফল একটা দলকে লিগের খেতাবি লড়াইয়ে অনেকটা এগিয়ে দেবে। তৃতীয় দল হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-ও খেতাবি লড়াইয়ে রয়েছে। তারাও ২৯ পয়েন্ট নিয় সুপার সিক্সে উঠেছে।
ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ প্রচণ্ড সমীহ করছেন মহামেডানকে। তারা গত দু’বারের লিগ চ্যাম্পিয়ন। তাদের গোলমেশিন মণিপুরী স্ট্রাইকার গোলডেভিড লালহানসাঙ্গাকে আটকাতে রক্ষণ জমাট রেখে আক্রমণে যাওয়ার রণনীতি নেবেন ইস্টবেঙ্গল কোচ। বিনো বলেছেন, ‘‘সুপার সিক্সে খুব কঠিন লড়াই। ইস্টবেঙ্গল-মহামেডানের ইতিহাস রয়েছে। আমাদের সেরাটা দিতে হবে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হলে।’’ অন্যদিকে, মহামেডান কোচ, কর্তারা চান ম্যাচে নিরপেক্ষ রেফারিং। সমর্থকদের ম্যাচে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।

Latest article