প্রতিবেদন: রবিবার থেকেই শুরু হয়েছিল মন্ত্রী অরূপ রায়ের দোলের শুভেচ্ছা বিনিময়। একইসঙ্গে শুরু হয়েছিল সামনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযান। দোল উপলক্ষে বেশ কিছু বসন্ত উৎসবে যোগদান করেন মন্ত্রী। এর মধ্যে সবথেকে বড় উৎসবটি হয় হাওড়া গার্লস কলেজে। এখানে ছাত্রীরা বসন্তকে স্বাগত জানায় রবীন্দ্রনাথের গানে ও সুরে।
আরও পড়ুন-সিন্ধুর সামনে নতুন পরীক্ষা
অনুষ্ঠানের পৌরহিত্য করেন মন্ত্রী অরূপ রায়। এছাড়াও উত্তর হাওড়ার শ্যাম গার্ডেনে মারোয়ারীদের হোলি উৎসবে সক্রিয়ভাবে অংশ নেন মন্ত্রী। একই সঙ্গে মধ্য হাওড়ার কাসুন্দিয়া এলাকায় আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য বসন্ত উৎসবের। সেখানে কচিকাঁচা থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানেরও মধ্যমণি ছিলেন মন্ত্রী অরূপ রায়। মধ্য হাওড়ার বিধায়ক হিসেবে অরূপ রায় এই দোল এবং হোলিতে রং খেলার পাশাপাশি প্রচার পর্বেও শান দেন। সামনের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জেতানোর জন্য আবেদন জানান সাধারণ মানুষের কাছে। মন্ত্রী এদিন জানান, বাড়ি থেকে বেরিয়ে এই ধরনের অনুষ্ঠানে যোগদানের ফাঁকেই নির্বাচন সংক্রান্ত বেশ কিছু জরুরী বৈঠকও সেরেছেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মন্ত্রী আরও জানান, অন্যান্য বার দোলে তিনি বাইরে যান কিন্তু এবার যেহেতু সামনে নির্বাচন তাই তিনি এলাকাতেই রয়েছেন। যদি কখনো কোনও জরুরী পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যাতে তৎক্ষণাৎ সেখানে তিনি পৌঁছতে পারেন।