একতরফা বাস ভাড়া বাড়ানো যাবে না : মন্ত্রী

Must read

প্রতিবেদন : বেসরকারি বাসের বেলাগাম ভাড়া কমাতে কঠোর বার্তা দিল রাজ্য সরকার (West Bengal Government)। বুধবার বাসভাড়া নিয়ন্ত্রণে বাস মালিকদের সঙ্গে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Minister Firhad Hakim) একদফা বৈঠক হয়। সেই বৈঠকে বাসভাড়া নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দেন পরিবহণমন্ত্রী (Minister Firhad Hakim)। এদিনের বৈঠকে সরকারি ভাড়ার তালিকা বাসের ভিতরে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক বলে নির্দেশ দেন ফিরহাদ। সঙ্গে বাস স্টপে অভিযোগ জমা দেওয়ার জন্য বাক্স রাখার নির্দেশ দেন তিনি। যেখানে অভিযোগ জানাতে পারবেন সাধারণ যাত্রীরা। তবে ফিরহাদ হাকিমের এই নিদান মানতে নারাজ বাস মালিকেরা। তাঁদের কথায়, ডিজেলের দাম আকাশছোঁয়া। যে হারে জরিমানা বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। তাই বাসে ফেয়ার চার্ট রাখা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।

আরও পড়ুন-বহরমপুরে তৃণমূলের প্রচারে তারকারা, আর নয় পদ্মফুলে ভোট দিন জোড়াফুলে

Latest article