আজ বোলপুরে বৈঠকে ফিরহাদ

Must read

সংবাদদাতা, বীরভূম : সড়কপথে বোলপুরে আসছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Bolpur- Firhad Hakim), সোমবার রাতেই। রাঙাবিতানে রাতে তাঁর থাকার কথা। সেখানে তাঁর সঙ্গে বৈঠক হওয়ার কথা জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, কোর কমিটির আহ্বায়ক মলয় মুখোপাধ্যায়, শৃঙ্খলারক্ষা কমিটির দায়িত্ব প্রাপ্ত তথা লাভপুর বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখের। সেখান থেকে মঙ্গলবার সিউড়ি সিদো কানহু ভবনে বিরসা মুণ্ডার জন্মদিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন ফিরহাদ। ফিরহাদের (Bolpur- Firhad Hakim) আগের জেলাসফরে পাথরচাপুরির মাজারে চাদর চরিয়ে দাতাবাবার মাজার সংস্কারের কথা বলে যান। পাথরচাপুরি উন্নয়ন পর্ষদের অধীনে দাতাবাবা মেহবুব শাহ দরগা শরিফ এলাকায় উন্নয়ন ও সংস্কার নিয়ে সোমবার স্থানীয় মানুষজন, দরগা শরিফের সিও-সহ অন্যদের সঙ্গে বৈঠক করেন বিকাশ রায়চৌধুরি। দরগা শরিফের মাজার, মসজিদ, লঙ্গরখানা-সহ বিভিন্ন উন্নয়ন ও সংস্কারের কাজ শুরু হবে। প্রায় তিন কোটি টাকার কাজ হবে। বিভিন্ন প্রকল্প থেকে এই কাজ বরাদ্দ হয়েছে।

আরও পড়ুন-মোদির ভারতের নিয়ম হল জ্ঞানের প্রদীপ নিভিয়ে চল

Latest article