সংবাদদাতা, হাওড়া : শিল্প দফতরের দায়িত্বভার গ্রহণ করেই শুক্রবার উলুবেড়িয়া ও ধূলাগড়ে ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। ধূলাগড়ে ফুডপার্ক ও পলিপার্ক এবং উলুবেড়িয়ায় ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে কিভাবে বিভিন্ন শিল্প কারখানাগুলি চলছে তা সরজমিনে দেখেন। কারখানাগুলি দেখে সন্তোষপ্রকাশ করেন মন্ত্রী। পরে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ
তাঁদের কি সুবিধা অসুবিধা রয়েছে তা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান মন্ত্রী। অনেকেই সেখানে একটি দমকল কেন্দ্র চালুর ব্যবস্থা করার জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান। সেইসঙ্গে উলুবেড়িয়া শিল্পবিকাশ কেন্দ্রে জল জমার সমস্যার স্থায়ী সমাধানের জন্যেও মন্ত্রীকে অনুরোধ করেন। পাশাপাশি ধূলাগড় শিল্পতালুক ও উলুবেড়িয়া শিল্পবিকাশ কেন্দ্রের পণ্যসামগ্রী নিয়ে যাওয়া আসার জন্য সমস্ত গাড়িকে দুবার করে টোল ট্যাক্স দেওয়া যাতে বন্ধ করা হয় তার জন্যেও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সেখানকার প্রতিনিধিরা। তাঁদের প্রতিটি বক্তব্যই নোট করে নেন মন্ত্রী। বেশকিছু সমস্যার ওখানে বসেই সমাধান করেন।