খনি-দুর্ঘটনায় মৃতের পরিবারের পাশে মন্ত্রী

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কেন্দ্রীয় সরকারের গাফিলতিতেই মাধাইপুরে খোলামুখ খনি–‌দুর্ঘটনায় মারা যান চারজন। অথচ তাদের কোনও হেলদোল নেই। রাজ্য সরকারের (Trinamool Congress) মন্ত্রী দেখালেন মানবিক মুখ। নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক (Trinamool Congress) নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার সন্ধ্যায় সদ্যনিহত আন্নাহরি বাউড়ি, নটবর বাউড়ি, পিঙ্কি বাউড়ি ও শ্যামল বাউড়ির নিকটাত্মীয়ের হাতে তাঁর বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দশ হাজার টাকা করে তুলে দিলেন নরেন। একইসঙ্গে পরিবারের সদস্যদের জন্য শীতের পোশাক ইত্যাদি উপহারও নিয়ে গিয়েছিলেন।

নরেন জানান, স্থানীয় ঠিকাদার সংস্থাতে এই পরিবারগুলির নিকটাত্মীয়দের জন্য কাজেরও ব্যবস্থা করা হয়েছে। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই তাঁরা কাজে যোগ দিতে পারবেন। ভবিষ্যতে আর যাতে কোনও দিন তাঁদের অন্ধকার জগতে পা না বাড়াতে হয় সেই চেষ্টাই আন্তরিকভাবে করা হবে বলে জানান তিনি। মাধাইপুরের বাউড়িপাড়ার হতভাগ্য ওই পরিবারগুলিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিধায়ক। বলেন, দুর্ঘটনায় প্রাণ হারানো পিঙ্কি ও শ্যামলের শিশুসন্তানগুলিকে দেখে বুকটা মোচড় দিয়ে উঠছে। ওদের স্থায়ী পুনর্বাসনের জন্য তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন ।

Latest article