সংবাদদাতা, কাটোয়া : পরিবহণ ব্যবস্থা আর মানুষের দরজায় প্রশাসনকে নিয়ে যাওয়া। পশ্চিমবঙ্গ সরকারের এই জোড়া কর্মসূচিতে মুগ্ধ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহম্মদ শাহরিয়ার আলম। পরিবার নিয়ে কাটোয়ার করজগ্রামের কাজিপাড়ায় মামার বাড়ি এসেছিলেন রাজশাহীর সাংসদ। আসার পথে নিজের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার উন্নতি দেখে অভিভূত শাহরিয়ার সাহেব।
আরও পড়ুন-কাঁকসার লাল সন্ত্রাসে শহিদদের তর্পণ তৃণমূলের
বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর সম্পর্ক অটুট রাখতে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসাও শোনা গেল ওঁর মুখে। কিছুদিন আগে প্রয়াত হয়েছেন মঙ্গলকোটের যবগ্রামে জন্ম নেওয়া বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। পাসপোর্ট নিয়ে যবগ্রাম আসতে হত বলে কষ্ট পেতেন উনি। সেই ‘কষ্ট’ ঘোচার নয়। কিন্তু যাত্রাপথ যাতে সাবলীল হয়, সে ব্যাপারে দুই পড়শি দেশ তৎপর হয়েছে বলে জানিয়ে দিলেন শাহরিয়ার সাহেব। এই লক্ষ্যে শিগগিরই ‘মোটর ভেহিক্যালস চুক্তি’ স্বাক্ষরিত হবে।
রাজশাহী থেকে সোনা মসজিদ-মাহদিপুর চেক পোস্ট হয়ে নিজেই গাড়ি চালিয়ে পশ্চিমবঙ্গে এসেছেন এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে। জানালেন, ‘‘এই চুক্তির ব্যাপারে গত সার্ক সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে। চুক্তির খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে। চুক্তি কার্যকর হওয়ার অপেক্ষায় দিন গুনছেন দুই দেশের মানুষ।’’