বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Minister Snehasish Chakraborty)। রাতের অন্ধকারে আচমকাই মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি লরি। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে কোন্নগরে নিজের বাড়িতে ফিরছিলেন মন্ত্রী (Minister Snehasish Chakraborty)। সেই সময়ই বিপত্তি ঘটে। মাঝরাস্তায় পরিবহনমন্ত্রীর গাড়ি ওভারটেক করতে গিয়েই লরিটি ধাক্কা মারে বলেই খবর। মন্ত্রীর গাড়ির একদিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: সোমবার থেকে ঝোড়াে হাওয়া, আছড়ে পড়বে মঙ্গলবার
দুর্ঘটনার সময় গাড়িতে মন্ত্রী ছাড়াও তাঁর গাড়ির চালক এবং একজন দেহরক্ষী ছিলেন। তবে কেউই গুরুতর চোট পাননি। প্রাথমিক চিকিৎসার পর নিজের বাড়িতে ফিরেছেন স্নেহাশিস। ডানকুনি থানার পুলিশ লরির চালককে আটক করেছে। আটক করা হয়েছে লরিটিকেও।