সোমবার থেকে ঝোড়াে হাওয়া, আছড়ে পড়বে মঙ্গলবার

মৎস্যজীবীদের ঘরে ফেরার নির্দেশ

Must read

সংবাদদাতা, দিঘা : পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর (Sitrang Cyclone- West Bengal) সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে আবহাওয়াবিদরা এখনও ধন্দে রয়েছেন। কিন্তু হাত গুটিয়ে বসে নেই প্রশাসন। দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূল ভাগে বৃহস্পতিবার থেকেই সতর্কতামূলক পদক্ষেপ শুরু হয়ে গেছে। এদিন দিঘা, শংকরপুর, তাজপুর, মন্দারমণি প্রভৃতি পর্যটন কেন্দ্রে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। দিঘা জুড়ে মাইকিং করে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ২৩ অক্টোবর ঘূর্ণিঝড় হতে পারে। ফলে সমুদ্র প্রবলভাবে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আগামী ২২ অক্টোবর-এর মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২২ তারিখ থেকে সমুদ্রে নতুন ভাবে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এ-ছাড়াও উপকূলবাসীদের ২২ তারিখের মধ্যে সুরক্ষিত স্থানে প্রয়োজনে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। সেই সঙ্গে ২২ অক্টোবর থেকেই দিঘা-সহ উপকূলের সমুদ্রে স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে এদিন মাইকিং করা হয়। এই ঘূর্ণিঝড়ের (Sitrang Cyclone- West Bengal) অভিমুখ কোনদিকে থাকবে কিংবা এটা কতটা শক্তিশালী হবে তা এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে জেলাগুলিতে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কালীপুজো-দেওয়ালি উৎসবের সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসন আরও চিন্তিত। কারণ টানা কিছুদিন ছুটি ও কালীপুজো উপলক্ষে এই সময় দিঘা-সহ উপকূলের পর্যটন কেন্দ্রগুলিতে প্রচুর পর্যটক সমাগম হওয়ার কথা। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

আরও পড়ুন-কোর্টের নির্দেশে পর্ষদ অফিস চত্বরে ১৪৪ ধারা জারি, পুলিশের অনুরোধ না রাখায় সরান হল ধরনাকারীদের

Latest article