বঙ্গ

পুজোয় অনাথ-অসহায়দের দায়িত্ব ‘গপ্পোদাদু’ মন্ত্রীর

চন্দন মুখোপাধ্যায়, কাটোয়া: দুর্গাপুজোর চারদিন বাড়িতে টিকি মিলবে না বিপিন, সুরলীনাদের। পুজোর ঢাকে কাঠি পড়তেই ‘দাদু’র লোকেরা ওদেরকে জুটিয়ে নিয়ে যাবে। শুধু বিপিন, সুরলীনাই নয়, এলাকার পাঁচশোর উপর অনাথ, অসহায়, হতদরিদ্র পরিবারের শিশুদের বছরের পর বছর পুজোর সময় আনন্দে রাখার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিশ বছর ধরে চলেছে তাঁর এই উদ্যোগ। বিপিন-সুরলীনাদের কাছে অবশ্য স্বপনবাবুর পরিচয় ‘মন্ত্রী’ নয়, ওদের রূপকথার ‘গপ্পোদাদু’। স্বপনবাবুও পুজোর ক’টা দিন মন্ত্রীর ধরাচুড়ো খুলে শিশুদের ২৪ ঘণ্টার সঙ্গী হয়ে ওঠেন।

আরও পড়ুন-মিড-ডে মিলে ফ্রায়েড রাইস, মাংস

নাদনঘাটের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রম এবং বিদ্যানগর শিশুমেলা কমিটির দুর্গাপুজো কমিটির সদস্যরা আগে থেকেই বিদ্যানগর, বড় কোবলা, ছোট কোবলা, রাজ্যধরপাড়া, গঙ্গানন্দপুর-সহ গোটা দশেক গ্রামের অনাথ, অসহায়, দিন আনা দিন খাওয়া পরিবারের শিশুদের তালিকা তৈরি করে সেটি মিলিয়ে ষষ্ঠীর দিন সকালে সবাইকে জড়ো করেন পুজোতলায়। এরপর সবাইকে চুল কাটিয়ে, সাবান-শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়। ক্ষৌরকর্ম আর স্নানের তদারকি করেন স্বপনবাবু। প্রত্যেককে দেওয়া হয় নতুন পোশাক। পুজোর চারদিন ওদের ঠাকুর দেখানো, পেট পুরে খাওয়ানোর পাশাপাশি প্রতিভার বিচ্ছুরণ ঘটানোরও ব্যবস্থা করেন স্বপনবাবু ও তাঁর সহযোগীরা। সঙ্গে থাকে শিশু-উপযোগী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রোজকার মেনুও নির্দিষ্ট থাকে।

আরও পড়ুন-বিপুল সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল

ষষ্ঠী-সপ্তমীর মেনু ভাত, ডাল, বেগুনি, শুক্তো, সবজি, চাটনি, মিষ্টি। অষ্টমীতে লুচি, আলুরদম, পায়েস। নবমীর পাতে খিচুড়ি, লাবড়া, রসগোল্লা। দশমীতে ভাত, ডাল, সবজি, মাংস ও বোঁদে। বাহারি মণ্ডপ, আলোর রোশনাই, বাজনার বৈভব, চোখধাঁধানো থিম মিলবে না এই পুজোয়। স্বপনবাবু জানান, ‍‘‘আড়ম্বর নয়, আন্তরিকতা আর সহমর্মিতাই হল আমাদের পুজোর থিম।’’ তাই সেসব রাস্তা এড়িয়ে সন্ধ্যারতির পর দুর্গাতলায় স্বপনবাবু চারদিনের খুদে অতিথিদের ব্যঙ্গমা-ব্যঙ্গমী, সুয়োরানি-দুয়োরানি, লালকমল-নীলকমলের গল্প শোনান। রূপকথায় বুঁদ অজয়, সুরলীনা, বিশ্বনাথ, হেমাঙ্গিরা তখন স্বপনবাবুর চোখে কার্তিক, সরস্বতী, গণেশ, লক্ষ্মী।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago