রাসবিহারীর নামে সংগ্রহশালা চান মন্ত্রী

সেখানে গিয়ে শুধু রাসবিহারীর সেই ভাষণই নয়, আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেওয়ার পর নেতাজির ভাষণও শোনান মন্ত্রী।

Must read

সংবাদদাতা, কাটোয়া : আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার নেতাজি সুভাষচন্দ্র বসুকে হস্তান্তরের সময় মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন রাসবিহারী বসু। সেই ভাষণ শুনিয়ে বর্তমান প্রজন্মকে উজ্জীবিত করার কর্মসূচি শুরু করেছেন স্বপনবাবু। পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর-পূর্বস্থলী সংস্কৃতি ও ইতিহাস পরিমণ্ডল রাসবিহারী বসুর জন্মদিন ও ‘বাংলার বাঘ’ আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন পালন করল।

আরও পড়ুন-১৬ গোল দিয়ে ‘সুপার ফোর’-এ ভারত

সেখানে গিয়ে শুধু রাসবিহারীর সেই ভাষণই নয়, আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেওয়ার পর নেতাজির ভাষণও শোনান মন্ত্রী। বলেন, ‘স্বাধীনতা আন্দোলনে জানকবুল রাসবিহারী ও সুভাষচন্দ্রের মতো দুই মহামানব এবং আশুতোষ মুখোপাধ্যায়ের প্রজ্ঞা সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করার চেষ্টা করছি।’ পাশাপাশি বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিতে একটি সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বুধবার রাসবিহারী বসুর জন্মভিটে বর্ধমানের সুবলদহ গ্রামে যান তিনি। সেখানে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। সংগ্রহশালা গড়তে তাঁকে তৎপর হওয়ার আবেদন করে স্বপনবাবু বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব।’

Latest article