মানুষের অভাব-অভিযোগ শুনে সমস্যা সমাধানে কর্মসূচি মন্ত্রীর

দিনহাটা ২ নম্বর ব্লকের সীমান্তবর্তী মেঘনারায়ণের কুঠি এলাকায় বিশেষ কর্মসূচি নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

Must read

সংবাদদাতা, দিনহাটা : দিনহাটা ২ নম্বর ব্লকের সীমান্তবর্তী মেঘনারায়ণের কুঠি এলাকায় বিশেষ কর্মসূচি নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সামনেই পঞ্চায়েত ভোট। সেই নির্বাচনকে ঘিরে পঞ্চায়েত এলাকাগুলিতে উন্নয়ন হয়েছে কিনা সে বিষয়ে মানুষের অভাব-অভিযোগ নিজে শুনতেই তাঁর এই বিশেষ কর্মসূচি। সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েত সদস্যরা ঠিকমতো কাজ করেছেন কিনা তার রিপোর্ট কার্ড তৈরি করা হবে। হবে সমাধান।

আরও পড়ুন-দুই চ্যানেলে নতুন দুই ধারাবাহিক

শুক্রবারের কর্মসূচিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি দীপককুমার ভট্টাচার্য, শুকারুর কুঠি অঞ্চল তৃণমূল সভাপতি সেকেন্দার আলি-সহ অন্য নেতৃত্ব। মন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি আপনারা। তাই আপনাদের কাছে এসেছি। আপনারা না থাকলে আমাদের মিটিং, মিছিল হয় না। এমনকী ভোটে জয়ী হতে পারি না। তাই আপনাদের দুয়ারে আমাদের আসতে হবে। ভোটে জিতে আপনাদের কথা মনে থাকে না এই রাজনীতি আর চলবে না। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব প্রকল্প চালু করে বাংলার মায়েদের প্রাপ্য সম্মান দিয়েছেন তিনি।’

Latest article