প্রতিবেদন : নারী নির্যাতনে আরও একবার শিরোনামে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। তথাকথিত ডবল ইঞ্জিনের কুশাসনের জেরে নিরাপত্তাহীন জনজীবন। যোগীরাজ্যে এবার ১৬ বছরের নাবালিকাকে তার নিজের বাড়িতে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা প্রকাশ্যে এল। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর নাবালিকার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন-রেড রোডে আছড়ে পড়ল জনস্রোত, মেগা শোয়ে ভাসল তিলোত্তমা
উত্তরপ্রদেশের আমেঠিতে ওই নাবালিকা নিজের বাড়িতেই থাকত। পরিবার সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ফাইজান, জাভেদ, গুফরান, প্রিন্স পাল, রাম বাহাদুর যাদব-সহ কয়েকজন নির্যাতিতার বাড়ি গিয়ে তাকে মারধর করে এবং জীবন্ত পুড়িয়ে দেয়। কী কারণে এমন কাণ্ড তা পরিষ্কার না হলেও ব্যক্তিগত আক্রোশের জেরেই এই নৃশংস ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এমন নৃশংস ঘটনায় বিজেপি শাসিত রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার ছবিটা ফের বেআব্রু হয়েছে। উত্তরপ্রদেশ এখন কার্যত অপরাধীদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠেছে। মহিলা নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বারবার অভিযোগ উঠছে বিজেপি রাজ্যে। মুখে মহিলাদের সম্মান করার কথা বললেও বিজেপি নেতৃত্ব যে নারী সুরক্ষায় বিন্দুমাত্র গুরুত্ব দেয় না এইসব ঘটনা থেকে তা বারবার প্রমাণিত।