চিনের জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ, ব্যর্থ হলে সোনা পাবেন চানু

Must read

টোকিও অলিম্পিক্সে মহিলাদের ভারোত্তোলনে সোনাজয়ী চিনের হাউ জিহুইকে ডোপ টেস্টের নির্দেশ। ডোপ টেস্টে ব্যর্থ হলে অলিম্পিকে ৪৯ কেজি বিভাগের সোনাটি পেয়ে যাবেন মীরাবাই চানু। সবমিলিয়ে ২১০ কেজি ভার তুলে সোনা জিতেছিলেন হাউ জিহুই। অলিম্পিক নয়া রেকর্ড গড়েছিলেন। জানা গিয়েছে, তাঁকে ডোপ পরীক্ষার জন্য টোকিও ছাড়তে বারণ করেছে অলিম্পিক কমিটি। ডোপ টেস্টে ব্যর্থ হলেই চানুর দখলে আসবে সোনা।

আরও পড়ুন-তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে পা রাখলেন মমতা

২১ বছর পর ভারোত্তোলনে অলিম্পিক পদক পেয়েছে ভারত। ২০০০ সালে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ জেতার পর অলিম্পিকে এ বার চানুর রুপো। এ ছাড়া ভারোত্তলনে আর কোনও পদক আসেনি। চানুর সেই ঐতিহাসিক সাফল্যই বদলে যেতে পারে সোনায়। টোকিও আন্তর্জাতিক ফোরামে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করেন মীরাবাঈ। তিনি মোট ২০২ কিলোগ্রাম (স্ন্যাচ বিভাগে ৮৭ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কিলোগ্রাম) ওজন তুলেছেন তিনি। অন্যদিকে চিনের হাউ জিহুই ২১০ কিলোগ্রাম ওজন তুলে সোনার পদক জয় করেন এবং অলিম্পিকে এক নয়া রেকর্ড কায়েম করেন। অন্যদিকে ইন্দোনেশিয়ার কেন্টিকা আয়েশা মোট ১৯৪ কিলোগ্রাম ওজন তুলে ব্রোঞ্জ পদক জয় করেন।

Latest article