সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মিরিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র উন্নীত হল মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে রাজ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নোটিফিকেশন ঘোষণা করা হয়েছে। তবে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহকুমা হাসপাতালে উন্নীত করতে পরিকাঠামো গত উন্নয়নের দিকেও নজর দিয়েছে রাজ্যে সরকার। তাই রোগীদের ৩০টি বেড থেকে বারিয়ে ১০০টি বেড বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-তৃণমূলই করতে পারবে উন্নয়ন
বরাদ্দ করা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এরমধ্যে বেড বাড়ানো ও বৈদ্যুতিক পরিকাঠামো উন্নীত করার জন্য ৩ কোটি ৭২ লক্ষ ১৩ হাজার ৯৪৯ টাকা বরাদ্দ করেছে। এছাড়াও হাসপাতালের ভবন নির্মাণ সহ বিভিন্ন ওয়ার্ড তৈরির জন্য ১৬ কোটি ৮ লক্ষ ৫০ হাজার ৪১৯ টাকা বরাদ্দ করেছে। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছিলেন মিরিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করার কথা। মহকুমা হাসপাতালে উন্নীত করতে পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর।