পুনর্বাসন দিতে চায় পুরসভা, বাধা রেলের

তারা মানবিক স্বার্থে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাস্তা থেকে বাজার সরিয়ে পাশেই রেলেরই উঁচু জায়গায় বসার ব্যবস্থা করে দেয়।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : ফুটপাথে ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে চাইছে পুরসভা। আর সেই কাজেই বাধা দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সকাল রায়গঞ্জ পুরসভা ও প্রশাসন পুলিশকে সঙ্গে নিয়ে বাজারে পৌঁছয়। তারা মানবিক স্বার্থে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাস্তা থেকে বাজার সরিয়ে পাশেই রেলেরই উঁচু জায়গায় বসার ব্যবস্থা করে দেয়।

আরও পড়ুন-মিরিক ব্লক স্বাস্থ্যকেন্দ্র হল মহকুমা হাসপাতাল

কিন্তু তারপরই ঘটে বিপত্তি। রেলের পক্ষ থেকে সেই স্থানে বাজার বসার ক্ষেত্রে আপত্তি জানানো হয়। ব্যবসায়ীদের স্বার্থে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার সহ কো-অর্ডিনেটররা এর প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেলের প্রতি অসন্তোষ প্রকাশ করেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।

Latest article